পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ওয়েবসাইট খুলে সরকারের ডিজিটালাইজেশন কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে এবং সরকারের ভিশন ২০২১ এর সাথে একাত্মতা প্রকাশ করেছে। পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ওয়েবসাইটটিতে যে তথ্য, উপাত্ত থাকবে তা অবাধ তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করবে এবং তা সবার কাছে সহজ লভ্য হবে। এটা নিশ্চিত যে, আমাদেরকে ইনফরমেশন হাইওয়েতে উঠতে গেলে, চলতে গেলে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করণের মাধ্যমে বিভিন্ন সরকারী দপ্তর, পরিদপ্তর ও অধিদপ্তরের কার্যক্রমে সচ্ছতা, গতিশীলতা, জবাবদিহিতা নিশ্চিত হবে এবং সেবার মান উন্নত হবে ও দুর্নীতি সহনীয় মাত্রায় নেমে আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস। পরিশেষে পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ওয়েবসাইটির সফলতা ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হোক এই কামনা করেই শেষ করছি।
মোঃ জামাল উদ্দিন
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ।
ঠাকুরগাঁও জেলাসদর হইতে ২৮ কিঃমিঃ দক্ষিণে পীরগঞ্জ উপজেলার রেলষ্টেশন সংলগ্ন জগথা গ্রামে ১৯৭২ সালে পীরগঞ্জের তৎকালীন বনিক সমিতি বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ০১/০১/১৯৭৩ইং সালে ৯ম ও ০১/০১/১৯৭৪ইং সালে ১০ম শ্রেণী অনুমোদন লাভ করে। ১৯৭৫ইং সালে বিদ্যালয়টি এম.পি.ও ভূক্ত হয়। ২২/১২/১৯৮৬ইং তারিখে মহামান্য রাষ্ট্রপতির আদেশ বলে বিদ্যালয়টি জাতীয়করন করা হয়। বিদ্যালয়টিতে মানবিক ও বিজ্ঞান বিভাগ চালু আছে। বিদ্যালয়ে প্রধান শিক্ষক/শিক্ষিকার একটি পদ, সহকারি প্রধান শিক্ষক/শিক্ষিকার একটি পদ এবং ১১টি সহকারি শিক্ষক/শিক্ষিকার পদ, একটি অফিস সহকারীর পদ সহ ৫টি চতুর্থ শ্রেণীর পদ রহিয়াছে।